সোমবার ০৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | MAHUA MOITRA : স্পিকারের সঙ্গে আলাদা বৈঠক সুদীপ ব্যানার্জির, কাল মহুয়া নিয়ে সিদ্ধান্ত

Sumit | ০৭ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৪৭Sumit Chakraborty


বীরেন ভট্টাচার্য, দিল্লি : মমতা ব্যানার্জি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে স্পিকার ওম বিড়লাকে নালিশ জানালেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি। বৃহস্পতিবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত হওয়ার পরেই সুদীপ ব্যানার্জিকে আলাদা করে ডেকে পাঠান স্পিকার। তাঁর ঘরে আলাদা করে বৈঠক করেন সুদীপ ব্যানার্জি। গিরিরাজ সিংয়ের পাশাপাশি এদিন মহুয়া মৈত্রের বিষয় নিয়েও আলোচনা হয় ওম বিড়লা এবং সুদীপ ব্যানার্জির।
সূত্রের খবর, এদিন সুদীপ ব্যানার্জি এবং ওম বিড়লার যখন আলোচনা হয়, সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরীও। জানা গিয়েছে,  শুক্রবার লোকসভায় মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হতে চলেছে। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরেই মহুয়াকে নিয়ে প্রস্তাবনা পেশ করে পদক্ষেপ করা হবে। তাঁর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হলে, লোকসভা থেকে ওয়াক আউট করে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান সত্যাগ্রহ করবে তৃণমূল। কংগ্রেস সহ ইন্ডিয়া দলগুলিও মহুয়া মৈত্র ইস্যুতে তৃণমূলের পাশে রয়েছে। এদিন সুদীপ ব্যানার্জি স্পিকারকে মহুয়া ইস্যুতে আলোচনার জন্য সময় দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও মাত্র ৩০ মিনিটই সময় দেওয়া হবে বলে সূত্রের খবর। সুদীপ ব্যানার্জি বলেন, "আমাকে স্পিকারের দপ্তরের তরফে জানানো হয়, প্রশ্নোত্তর পর্বের পর আমি যেন দেখা করি। মহুয়া মৈত্র সহ নানান বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। গিরিরাজ সম্পর্কে বক্তব্যটি আমি নিজে তুলেছি স্পিকারের কাছে। আমি বলেছি, মমতা ব্যানার্জির সঙ্গে সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সবাই ছিলেন। সেখানে তাঁদের সঙ্গে পা মিলিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেই বিষয়টিকে অশ্লীলভাবে বলেছেন গিরিরাজ সিং। একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরণের মন্তব্য করা উচিত নয় একজন ক্যাবিনেট মন্ত্রীর।" তিনি বলেন, "স্পিকার ভেবেছিলেন, গিরিরাজ এই মন্তব্য সভায় বলেছেন। ফলে, তিনি খোঁজখবর নেওয়া শুরু করেন।" অবশ্য স্পিকারকে সুদীপ জানিয়েছেন, সভার বাইরে এই মন্তব্য করেছেন গিরিরাজ এবং পরে অস্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য অস্বীকার করেছেন।
সুদীপ ব্যানার্জি বলেন, "মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বৈঠক সম্পর্কে আমার সঙ্গে গিরিরাজের এত কথা হল এবং পরে তিনি অস্বীকার করলেন। তিনি আমায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব দিয়েছেন। আমার বক্তব্য, এতে আপত্তির কী আছে যে অস্বীকার করতে হল? আমি নিশ্চিত কলকাতা থেকে দিল্লি বিজেপির দপ্তরে বার্তা পাঠানো হয়েছে। সেই কারণেই মন্তব্য প্রত্যাহার করেছেন গিরিরাজ সিং।" গিরিরাজ সিং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন। সুদীপ ব্যানার্জি আবারও মনে করিয়ে দেন, "নিজের আসন থেকে উঠে এসে আমার পাশে বসেন এবং একবার নয়, দুবার এই প্রস্তাব দেন।" মহুয়া মৈত্র প্রসঙ্গে সুদীপ বলেন, "প্রথম দিন সভার কার্যবিবরণী তালিকায় ৫ নম্বরে মহুয়া ইস্যু ছিল। আজ যখন স্পিকারকে বিষয়টি জানাই, তখনই আমায় বলা হল যে, শুক্রবার রিপোর্ট এবং তার সঙ্গে প্রস্তাবনা আনা হবে। আমি বলেছি যে, মহুয়া মৈত্রকে বলতে দিতে হবে এবং গোটা বিষয়টি আলোচনার জন্য সময় দিতে হবে। কারণ, ইন্ডিয়া জোটের সব দলই মহুয়া ইস্যুতে বক্তব্য রাখতে চায়।"তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি।




নানান খবর

নানান খবর

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত 

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

'চিঠি লিখলেও কেউ তামিলে সই করেন না', তামিলনাড়ুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তোপ মোদির

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া